বুধবার, ২৮ জুন ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

আঁড়িয়াল খা ও কুমার নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৯ জনের কারাদণ্ড

মাদারীপুরে আঁড়িয়াল খা ও কুমার নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক জনকে এক বছর ও ৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন এ দন্ড দেন।

সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর এলাকায় আড়িয়াল খাঁ নদে ও শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় কুমার নদে অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্তদের আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া এলাকার ড্রেজার ব্যবসায়ী মো. জাকির হোসেন মাতবর (৫৫), ড্রেজার শ্রমিক বরিশালের উজিরপুর উপজেলার মো. সোহেল মৃধা (২০), মো. সজিব (২১), বরিশালের বানারীপাড়া উপজেলার মো. লোকমান (২১), আলী হোসেন (৩২)। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মো. ইউনুস (২২), সুমন হোসেন (২০), মো. ইয়াসিন হোসেন (২০) ও মো. সজিব (২৭)। এর মধ্যে জাকির হোসেনকে এক বছরের কারাদন্ড ও বাকি ৮ জনের প্রত্যেককে একমাস করে কারাদন্ড প্রদান করা হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ ও কুমার নদের বিভিন্ন অংশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি মহল। অভিযোগের ভিত্তিতে নদের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৯ জনকে আটক করা হয়। একই সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি বলগেট, ৩টি ড্রেজার ও ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করায় নদের দুইপাড়েই ভাঙন সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই অভিযানে গিয়ে ৯ জনকে আটক করা হয়। ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। মাদারীপুরকে অবৈধ ড্রেজারমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত চলবে।’



ফেসবুক
ব্রেকিং নিউজ