আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে ২ লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এমন দাবি করলেন ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। খবর ডেইলি মেইলের।
ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে ১ লাখ ৭৫ হাজারের একটি সেনাদল নিয়ে প্রথমবারের মতো অভিযানে নামে পুতিন বাহিনী। এবার দ্বিতীয়বারের মতো হবে এই অভিযান। তবে রাশিয়ার এ বাহিনীকে থামানো সম্ভব বলে জানান ইউক্রেনের সেনাপ্রধান।
তিনি বলেন, ‘৩০০ ট্যাংক, ৬০০ সশস্ত্র যুদ্ধযান, এবং ৫০০ হাউইটজার থাকলেই তাদের দমানো যাবে। ‘
ভ্যালেরি জালুঝনি জানান, ‘আমি নিশ্চিত করে বলতে পারি কিয়েভের দিকে আরেকদফা হামলা চালাবে রাশিয়া। ‘
এ হামলা মোকাবিলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সরকারের কাছে আরো অস্ত্র সরবরাহের আবেদন করেন।
ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির প্রায় এক তৃতীয়াংশ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন।