ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস চান শ্রমিকেরা


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ৯:২৯ অপরাহ্ন / ০ Views
ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস চান শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগে বকেয়া বেতন প্রদান, যানবাহনের ভাড়া কমানোসহ ৯ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন শ্রমিকেরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আজ শুক্রবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ কে আজাদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন এবং জেলা দরজি শ্রমিক গেজেট বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক তুষার সেন। বক্তারা বলেন, উৎসবের ১০ দিন আগে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ছাড়াও বোনাস প্রদান করতে হবে। লঞ্চ, স্টিমার, বাস, রেলসহ সব যানবাহনের ভাড়া কমানোর পাশাপাশি পর্যাপ্ত যান চালু করতে হবে। দোকান কর্মচারীদের বছরে ৩৬ দিন আইনানুগ ছুটিসহ ন্যূনতম ২০ হাজার টাকা মজুরি প্রদানের দাবি জানান তারা। এ ছাড়া জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও দুর্ঘটনায় মৃত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ