মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

উজিরপুরের সাতলায় প্রধান শিক্ষক লাঞ্চনাকারী সন্ত্রাসী মনিরের তান্ডব

উজিরপুরের সাতলায় প্রধান শিক্ষক লাঞ্চনাকারী সন্ত্রাসী মনিরের তান্ডব. . ….
চোরের পক্ষ নিয়ে নৈশ্য প্রহরীকে কুপিয়ে যখম।। হাসপাতালে ভর্তি।। থানায় মামলা।।

নিজস্ব প্রতিবেদক : উজিরপুরের সাতলায় প্রধান শিক্ষককে পিটিয়ে যখম করার পর এবার মাছ চোরের পক্ষ নিয়ে সালাম মিঞা নামের এক পাহারাদারকে কুপিয়ে ও পিটিয়ে সখম করেছে সন্ত্রাসী মনির মিঞা ও তার দলবল। গুরুতর অবস্থায় তাকে গৈলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আব্দুস সালামের চাচা আবুল কালাম মিঞা বাদী হয়ে সন্ত্রাসী মনির মিঞা, চাচাতো ভাই মনসুর মিঞা,মিঠু মিঞা ও জাকির খন্দকারকে আসামী করে উজিরপুর থানায় একটি হত্যা চেষ্ঠা মামলা করেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
মামল ও স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর সাতলা মৎস্য ঘের থেকে মাছ চুরি করে জাকির খন্দকার নামের এক যুবক। এসময় ওই ঘেরের পাহাড়াদার আব্দুস সালাম তাকে হাতে নাতে মাছসহ আটক করে। মাঠ চুরির খবর পেয়ে মৎস্য ঘেরের সভাপতি সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটনের ভাই মিলন মিঞাসহ ৪/৫ জন ছুটে আসেন। খবর পেয়ে মাছ চোর জাকিরের আত্মীয় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর মিঞা ঘটনাস্থলে এসে মাছ চোর জাকিরকে ছাড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষন পর মাছ চোরের অপর আত্মীয় আওয়ামী লীগ নেতা মশিউরের ছোট ভাই সাতলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো : মনিরুজ্জামান মিঞা, তার চাচাতো ভাই মনছুর মিঞা ও মিঠু মিঞাসহ ২০/২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র সস্ত্রসহ ঘটনাস্থলে এসে মাছের ঘের পাহাড়াদার আব্দুস সালামকে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে। এসসময় ঘটনাস্থলে থাকা মিলন মিঞাসহ অন্যান্যরা ডাকচিৎকার দিলে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পিছু হটে।
এ বিষয়ে মৎস্য ঘেরের সভাপতি সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটনের ভাই মিলন মিঞা বলেন জাকির খন্দকার তাদের মৎস্য ঘের থেকে মাছ চুরি করেছে। তার বিচার না করে উল্টো চোরের পক্ষ নিয়ে মনির মিঞাসহ তার দলবল সালামকে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে যখম করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচছুক একাধিক এলাকাবাসী জানান সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আজাদের পুত্র ও যুবলীগ নেতা মনির মিঞা একজন মাদক সেবী ও সন্ত্রাসী। এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বিশেষ করে হিন্দু অধ্যুষ্যিত পটিবাড়ী এলাকায় নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। সম্প্রতি মাছের ঘের দখল নিতে পটিবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতা ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডলকে পিটিয়ে যখম ও তার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় ক্যাশ বাক্সে রাখা ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় মনির ও তার দলবল। এ ঘটনার ভিডিও ধারন কালে সাংবাদিক পলাশকে লাঞ্চিত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসী মনির। ইতিপূর্বে মৎস্য জীবী তাপস ফলিয়াসহ হিন্দু এলাকার একাধিক ব্যাক্তিকে পিটিয়ে যখম করেছে সন্ত্রাসী মনির মিঞা ও তার দলবল।



ফেসবুক
ব্রেকিং নিউজ