অনলাইন ডেস্কঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- সেবেদ আলী (৫৩) ও আয়েশা খাতুন (৪৫)।
ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ২০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক লাখ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদককারবারি। বেশ কিছুদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন।