রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুজনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৩। বুধবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া ছোট বটতলা এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুজনতে (২৫) মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।