মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার ভোর ৩টায় রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। আব্দুল সাত্তার বেপারী(৫৫) উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে। তিনি বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুএ, ১ কন্যা রেখে যান। আব্দুল সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান হারুন সিকদার, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহমান সফিক মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ ফারুক আইডিয়াল ফ্রেন্ডস অর্গানাইজেশন-৯৭ সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবারয় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত জানাজায় উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, ও মুসল্লিদের অংশগ্রহণ করেন। পরে ভবেরচর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।