মিঠুন পাল, (পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর গলাচিপায় ১৩ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মুঃশাহিন শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি সন্তোষ কুমার দে,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু,আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন,পৌর মেয়র আহসানুল হক তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কাজী আব্দুল মমিন,উপজেলা প্রকৌশলী মোঃজাহাঙ্গীর আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ।এছাড়াও সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয়ে বক্তব্য রাখেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর হোসেন টুটু,গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃনাসির উদ্দিন,গজালিয়া ইউনিয়ন,বকুল বাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃশহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ। সভা শেষে উল্লেখিত ব্যক্তিদের উপস্থিতিতে আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও গন-মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।