মিঠুন পাল,(পটুয়াখালী)প্রতিনিধিপ।টুয়াখালীর গলাচিপায় পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গলাচিপা পৌরসভার ৩নং ওয়ার্ডে ও উপজেলার চরকাজল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পৌরসভার ৩নং ওয়ার্ডের মোস্তফা হাওলাদার(৫০) ও উপজেলার চরকাজল ইউনিয়নের মামুন প্যাদা(৪২)। স্থানীয়রা জানান দুই জনই বাড়ির বাহিরে ছিল একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে তারা বাড়ি ফিরতে শুরু করেন। পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন,মারা যাবার খবর আমি শুনেছি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই জনার পরিবারকে সহযোগিতা করা হবে।##