মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

গলাচিপায় মুজিব নগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা!

 

মু. জিল্লু রহমান জুয়েল, পটুয়াখালী।গলাচিপায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্রতা মোঃ গোলাম মোস্তফা এর সঞ্চালনায় বৈশাখী মেলার মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন এর উপস্থিততে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য প্রতি বছর ১৭ই এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালিত হয়। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে বাংলাদেশ-এর অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত।

১৯৭১ সালের ১৭ ই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দী। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

 

তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

১৭ এপ্রিল মুজিবনগর বসটির গুরুত্বপূর্ণ আলোচনায় বক্তব্য রাখেন সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য মোঃ ফোরকান কবির, গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলোম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবু হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাব এর সভাপতি খালিদ হোসেন মিল্টন।

এছাড়া আলোচনা সভায় সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন ইউনিয় পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ এবং সূশীল সমাজের জনসাধারণ।

 

##

 



ফেসবুক
ব্রেকিং নিউজ