মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)।পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার পাশা পাশি শিশুদের মানসিক বিকাশের লক্ষে সরকারি পর্যায়ে প্রতিবছরের ন্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৭’ই জুন মোঙ্গলবার দিন ব্যাপি প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
অতিথি হিসেবে এবং সদস্য
সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। ১২টি ইউনিয়ন থেকে বাছাইকৃত প্রতিযোগি শিক্ষার্থীরা এতে অংশনেয়। ক্রীড়া পর্ব ছাড়াও নৃত্য, গান, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও
প্রাথমিক শিক্ষা অফিসার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সকল
সহকারী শিক্ষা অফিসার, প্রেস ক্লাব সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষিকারা সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরবর্তী পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশ নেবে বলে অফিস সূত্রে যানা যায়।