মিঠুন পাল,(পটুয়াখালী) প্রতিনিধি ঃগত ১৬ সেপ্টেম্বর/২২ বিশ্ব শান্তি দিবসে শেরে-বাংলা এ,কে ফজলুল হক গবেষনা পরিষদ দেশের বিভিন্ন মফস্বল গুনি সাংবাদিকতায় অবদানের জন্য গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি এবং বিশিস্ট কলামিস্ট ও সমাজ সেবক মু. খালিদ হোসেন মিলটনকে শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড/২২ লাভ করায়, উপজেলার সকল কর্মরত সাংবাদিক এবং বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সভাপতির প্রতিষ্ঠিত, শিশু ছবি ঘরের, শিক্ষার্থী-শিশু কিশোরেরা গত কাল রোববার তুরস্ক ফ্রেন্ডশীফ স্কুলে বেলা ১১টায় সম্মিলিতভাবে প্রেস ক্লাব সভাপতিকে ফুলের সম্মাননা দিয়ে সংবর্ধনাও অভিনন্দিত করে। এ সময়ে, তুরস্কু স্কুলের উপধ্যক্ষ, মো. সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সমীর দেবনাথ, বনিক সমিতির সদস্য ও দৈনিক “মানবকন্ঠ উপজেলা প্রতিনিধি মো. আল-মামুন, দৈনিক“গনকণ্ঠ স্টাফ রিপোর্টার মো. জিল্লুর রহমান জুয়েল, দৈনিক “বাংলাদেশের আলো উপজেলা প্রতিনিধি ফরাদ হোসেন বাবু, দৈনিক “আমার বার্তা উপজেলা প্রতিনিধি পলাশ হাওলাদার, দৈনিক “গণকন্ঠ উপজেলা প্রতিনিধি মিঠুন পাল, দৈনিক “ডেল্টা টাইমস জেলা প্রতিনিধি মো. ফোরকান, দৈনিক “মুক্ত আলো উপজেলা প্রতিনিধি মো. জাহিদ হোসেন, দৈনিক “সকালের সময় উপজেলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, শিশু ছবি ঘরের সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া প্রমুখ। প্রেস ক্লাব সভাপতি সকলকে কৃতজ্ঞতা জানান এবং বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। তিনি দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ ভাবে পেশাগত কাজ করার জন্য সকল সাংবাদিক কে অনুরোধ করেন। তিনি এই এ্যাওয়ার্ড পুরস্কারটি গলাচিপার সকল গণ-মাধ্যম কর্মীদেরকে উৎস্বর্গ করেন। সংবর্ধনা শেষে সকল সাংবাদিকরা মিস্টি মুখ করেন।