কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও দুই মাদক কারবারি পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে ভাটি জগৎচর এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক কারবারি মোছা. রহিমা খাতুন (২৫) কুলিয়ারচর উপজেলা ভাটি জগৎচর (উত্তর পাড়া)’র মো. হাকিম মিয়ার স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাটি জগৎচর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে সাত কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় আরও দুই মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়াদের একজন তার স্বামী ও অপরজন তার দেবর । পরে বুধবার দুপুরে কুলিয়ারচর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।