গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৩, ৮:২০ অপরাহ্ন /
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরনদী চক্ষু হসপিটালের সামনে বেলা তিনটায় অটো ও তিন চাকার টলির মুখোমুখি সংঘর্ষে মোঃ জুলহাস সরদার (৫০) নামে এক অটো চালক নিহত হয়েছে।

তার বাড়ি আগৈলঝাড়া উপজেলার সাতলা গ্রামে। তিনি ঐ গ্রামের মোঃ মাজেদ হাওলাদার ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, অটো চালক মোঃ জুলহাস হাওলাদার গৌরনদী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে টর্কি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি তিন চাকার টলির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে অটোর চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সংঘর্ষের পরে টলির ড্রাইভার ও হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ