বুধবার, ২৮ জুন ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

চরফ্যাশনে আদলতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের অভিযোগ   আলাউদ্দিন বাহিনী বিরুদ্ধে ।

চরফ্যাশনে জমি জবর দখলের নজিরবিহীন কান্ড ঘটিয়েছে আলাউদ্দিন বাহিনী। এক রাতের তান্ডবে এই বাহিনী দল প্রতিপক্ষের বসত ঘর তুলে নিয়ে ঘরের ভিটি মাটিতে মিশিয়ে দিয়েছে। তারপর ভিটায় চাষ দিয়ে ধানের চারা রোপন করে নিজেদের দখল প্রতিষ্ঠিত করেছে। দক্ষিণ আইচা থানা পুলিশের সহযোগিতায় গত ২৯ আগস্ট সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত এমন তান্ডব চালিয়েছে আলাউদ্দিন বাহিনী।
স্বর জমিনে খোঁজ নিয়ে যানা গেছে দক্ষিণ আইচা থানার চর আরকলমি মৌজার এস এ ১৩ নং খতিয়ানের বিভিন্ন দাগের ১.২৬ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক সাইফুল ইসলাম এবং তার স্ত্রী বেগম। এই জমিতে তারা বসত ঘর, বাড়ি এবং খামার নিয়ে দখলে ছিলেন। কিছুদিন আগে আলাউদ্দিন গং রা জোর জবরে এই জমি দখলের চেষ্টা করলে সাইফুল ইসলাম চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে ৩৭/২০২২ দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। এই মোকদ্দমায় গত ২৫ জানুয়ারি আলাউদ্দিন সহ ৮ জনের বিরুদ্ধে বিরোধীয় ভুমিতে প্রবেশের বিষয়ে স্থিতিশীলতার আদেশ দেন আদালত।
সাইফুল ইসলাম অভিযোগ করেন আলাউদ্দিন তার ভাই মিজানুর রহমানকে বাদি করে দক্ষিণ আইচা থানায় তাকে সহ পরিবারের ৭ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পর দিন ২৯ আগস্ট বিকেল থেকে রাতভর এই মামলার আসামি গ্রেপ্তারের অযুহাতে দক্ষিণ আইচা থানা পুলিশের এস আই শামিমের নেতৃত্বে পুলিশের ৮-১০ জনের একটি দল দফায় দফায় আমার বিরোধীয় বাড়িতে অভিযান চালায়। পুলিশের গ্রেফতার এরাতে আমরা বাড়ি ছেড়ে চলে গেলে আলাউদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দুরবিত্তের দল রাতভর পুলিশের উপস্থিতিতে আমার বাড়িতে তান্ডব চালায়। তারা বিরোধীয় জমির বাড়িতে টিনের তৈরি বসত ঘরটি ভেঙে নিয়ে যায়। নিয়ে যায় ঘরের সব মালামাল। ঘরের ভিটি কেটে জমির সাথে মিশিয়ে দেয়া হয়। তারপর সেই ভিটিতে চাষ দিয়ে ধানের চারা রোপন করা হয়। পাশাপাশি বারির পুকুরে দুইটি ঘেরের মাছগুলো ধরেনেয়। বাড়িত গাছপালা কেটে রাতের মধ্যে কেটে অন্যত্র সরিয়ে নেয়। পুলিশের উপস্থিতি প্রত্যক্ষ সহযোগিতায় এভাবে এক রাতের তান্ডবে এই সন্ত্রাসী বাহিনী আমার একটি বাড়িকে রাতের মধ্যে চাষযোগ্য জমিতে পরিনত করে। আমি বারি ভাংচুর, লুটপাটের জবর দখল রোধে দক্ষিণ আইচা থানা পুলিশের সহযোগিতা চাইলেও তারা কোন সহায়তা দেয়নি।
অভিযোগ প্রসঙ্গে আলাউদ্দিন জানান এটা আমার জমি। সাইফুল ইসলাম আমার জমি দখল করে রেখেছিলো। এখন আমি আমার জমি চাষ করেছি।
দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক এস আই শামিম জানান মারামারি মামলার আসামি ধরার জন্য আমরা ২৯ আগস্ট রাডে সাইফুল ইসলামের বাড়িতে গিয়েছিলাম। আসামি না পেয়ে আমরা ফিরে আসি। এরচেয়ে বেশি কিছু আমার জানানেই। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান বাড়ি ভাংচুর লুটপাট এবং জবরদখলের বিষয়ে আমার জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যাবস্তা নেয়া হবে।



ফেসবুক
ব্রেকিং নিউজ