চরফ্যাশনে সামরাজ নতুন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় সভাপতি পদে এমরান হোসেন মাদু এগিয়ে।


admin প্রকাশের সময় : জুন ২০, ২০২২, ১০:১২ অপরাহ্ন /
চরফ্যাশনে সামরাজ নতুন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় সভাপতি পদে এমরান হোসেন মাদু এগিয়ে।

 

 

 

বিশেষ প্রতিনিধি ।।ভোলা চরফ্যাশনে সামরাজ নতুন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে সভাপতি পদে চেয়ার মার্কা প্রতিক প্রার্থী মোঃ এমরান হোসেন মাদু বেশ আলোচনার শীর্ষে রয়েছে চেয়ার প্রতীক নিয়ে মোঃএমরান হোসেন মাদু। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চায়ের আড্ডায় বিভিন্ন দোকানে বৈঠকে শামিল হয়ে এমরান হোসেন মাদু সমর্থন করেন।জানা যায় যে, প্রচার প্রচারণার শুরু থেকে বর্তমান সময় অবদি এলাকায় বেশ আলোচনার শীর্ষে রয়েছেন চেয়ার প্রতীক’র এমরান হোসেন মাদু । এছাড়াও বাজারের সাধারণ দোকানদারের সাথে আলাপকালে আরো জানা যায় যে, এমরান হোসেন মাদু সামরাজ নতুন বাজারের ব্যাবসায়ী সমিতির সভাপতি ছিলেন, তার কার্যক্রমে সামরাজ বাজারের লোকজন বেশ সন্তুষ্ট। বাজারের উন্নয়নে বেশ অগ্রণী ভূমিকা পালন করেন এমরান হোসেন মাদু ।এ-সময় বাজারের এক ব্যাবসায়ী বলেন, এমরান হোসেন মাদু সভাপতি হলে জনগণের উপকারে আসবে ইনশাআল্লাহ , মেম্বার হলে বাজারের আরো উন্নয়ন হবে, আমরা এবার তাকেই সভাপতি চাই।বাজারের এক ব্যাবসায়ী, বলেন এমরান হোসেন মাদু একজন সৎ লোক, ভালো লোক, আমরা এবার তাকে নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ ।এসময় চেয়ার মার্কা প্রার্থী এমরান হোসেন মাদু বলেন, বিগত দিন আমি সভাপতি ছিলাম আমি আপনাদেরই সন্তান ও ভাই,আমাকে আবারও খেদমত করার জন্য ভোট দিয়ে নির্বাচিত করবেন সামরাজ নতুন বাজারের শৃখলা ধরে রাখার জন্য আমাকে আবারও সুযোগ দিয়ে দেখেন আপনাদের নতুন বাজার ব্যাবসায়ী সমিতির জন্য কতোটুকু কি করেতে পারি, যদি আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি সভাপতি পদে জয়ী হতে পারি, তাহলে পূর্বের আমার অসম্পূর্ণ কাজ গুলো সম্পুর্ন করবো ইনশাআল্লাহ। এবং বাজার থেকে মাদক নির্মূলের জন্য কাজ করে যাবো।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ