চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শিবগঞ্জ পৌরসভার শেখটোলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- প্রতারকচক্রের মূলহোতা শিবগঞ্জ পৌরসভার শেখটোলা সানাউল ইসলাম (৪০), একই এলাকার. সাইফুদ্দিন (৬০), ও আরা বেগম (৫৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রতারক চক্রের একটি গ্রুপ বর্তমানে কম্বোডিয়াতে অবস্থান করছে এবং বাকি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অবস্থান করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আবাবা নামের একটি অ্যাপ খুলে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে টাকা আয়ের আশ্বাস দিয়ে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা।
র্যাবের অভিযানিক দল প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করে। তাদের কাছে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইলফোন, টেলিগ্রাম গ্রুপের আবাবা অ্যাপের বিভিন্ন কথোপকথনের স্ক্রিন শট, আবাবা অ্যাপের বিভিন্ন কার্যক্রমের নথিপত্র জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
র্যাব আরও জানায়, সম্প্রতি ঝিনাইদহে একই চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান কালে পালিয়ে যায় সোহান নামে একজন। চাঁপাইনবাবগঞ্জের অনেক ভুক্তভোগীর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল ছায়া তদন্ত শুরু করলে এর সত্যতা পায়। পলাতক সোহাগ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারদের আত্মীয়।