বুধবার, ২৮ জুন ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

ডাসারে চাকরির প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন কারারক্ষী

চাকুরী দেবার কথা বলে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিলেন কারারক্ষী শামীম আকন।

ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম মাইচ পাড়া গ্রামের আবুল আকন এর ছেলে কারারক্ষীতে চাকুরী করে শামিম আকন (২৫) এর বিরুদ্ধে বিশ লক্ষ টাকা নিয়ে চাকুরী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের তোতা সরদার (৬৫) এর দুই ছেলে কে চাকুরী দেওয়ার কথা বলে বিশ লক্ষ টাকা নিয়েছে কারারক্ষী হিসাবে (ঢাকা সাবেক কেন্দ্রীয় কারাগারে) কর্মরত শামিম আকন।
চাকুরী দিবেন টাকা নিয়ে সিকিউরিটি হিসাবে শামিম আকন তার নীজ সাক্ষরিত ষ্ট্যাম্প দেন যাহার নং ক হ ৭১২৫০৩৭, ক হ ৭১২৫০৫২ এবং শামিমের নিজ একাউন্ট সোনালী ব্যাংক মেদাকুল শাখা বরিশাল একটি সাক্ষরিত চেক যাহার নং ০৩২২৮০১০১১২৬০ দিয়ে তোতা সরদারের কাছ থেকে বিশ লক্ষ টাকা নেয় শামিম আকন।
এ ব্যাপারে তোতা সরদার সাংবাদিক দের বলেন, আমার দুই ছেলেকে চাকুরী দিবে বলে আমি শামিম কে বিশ লক্ষ টাকা দিয়েছি দুই বছর হয়েগেছে আমার ছেলেদের চাকুরী তো হয়ই নাই আমি আমার দেওয়া টাকা শামিমের কাছে ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখায় শামিম। আমি বরিশাল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে শামিম কে আসামী করে একটি মামলা করেছি যাহার সি.আর মামলা নং ৮৭/২০২২( গৌরনদী)।
এ ব্যাপারে শামিম আকন মুঠো ফোনে বলেন আমি চাকুরী দেওয়ার কথা বলে টাকা নিয়েছি তবে বিশ লক্ষ নয়, বার লক্ষ টাকা নিয়েছি, আমি সামনের মাসে সেই টাকা ফেরত দিয়ে দিবো।



ফেসবুক
ব্রেকিং নিউজ