চিকিৎসক এর অবহেলার কারনে শিশুর মৃত্যু স্বরূপকাঠির সদর রোডের এপেক্স হেলথ ক্লিনিকে চিকিৎসকের গাফেলতির কারণে শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, অভিযোগ সূত্রে জানা যায় সাদিয়া আক্তার (২৩) স্বামী ওমর ফারুখ ঠিকানা কৈরি খারা গ্রাম স্বরূপকাঠি পিরোজপুর, ২৬ তারিখ সকাল ৯ ঘটিকায় সাদিয়া আক্তার স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসে, এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র স্টাফ নার্স আফিয়া বেগম কে চিকিৎসা সেবার বিষয় অবহিত করে আফিয়া বেগম উন্নত সেবার উদ্দেশ্যে ডাক্তার আসাদুজ্জামান আসাদ এর নিকট এপেক্স হেলথ ক্লিনিকে পাঠায়, অতঃপর আফিয়া বেগম এর ভাষ্যমতে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার আসাদুজ্জামান আসাদ চিকিৎসা সেবা দেওয়ার পূর্বে কোনরকম চেকআপ বা কোন পরীক্ষা-নিরীক্ষা দেননি অন্য রুগীর সিজার করে রাত ১২ টা ৩০ মিনিটে হাসপাতাল ছেড়ে চলে যায়, এরপর রাতে সাদিয়া আক্তার এর প্রসব বেদনা উঠলে হাসপাতালে কোন চিকিৎসক না পেয়ে আফিয়া বেগমের বসত ঘরে গিয়ে ডেকে নিয়ে আসে মানবিকতার কারনে তিনি হাসপাতালে এসে রুগীর অবস্থা আশংকা জনক দেখে রুগীকে দ্রুত শেরেবাংলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অতঃপর শেরেবাংলা হাসপাতালে নেওয়ার আগেই ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পরে ওই সময় কর্তব্যরত নার্সরা বাচ্চা কে মৃত ঘোষণা করে, বাচ্চা বাবা ওমর ফারুখ সাংবাদিক দের জানায় সম্পূর্ণ ডাক্তার আসাদুজ্জামান আসাদ এর গাফিলতির কারণে শিশু টি মারাগেছে। স্বরূপকাঠি থানায় ওমর ফারুখ বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করে।