চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


admin প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন /
চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 স্টাফ রিপোর্টার

১৪ এপ্রিল শুক্রবার ডিসিপি উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাংবাদিক হোসেন মির্জার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক রানীগাও আউটলেট শাখা ব্যবস্হাপক নাসির চৌধুরী, চুনারুঘাট আশরাফ ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আতাহার আলী, পৌর কাউন্সিলর মোঃ জালাল মিয়া, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংবাদিক মাসুদ আলম, সংগঠনের সমাজ কল্যান সম্পাদক মীর সুমন, ওয়াহিদুল ইসলাম, ফয়সল আহমেদ তুহিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মহিবুর রহমান। সকল বক্তাগন সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন চুনারুঘাট প্রবাসী সংগঠন একটি সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনটি শুরু থেকেই গরীব অসহায় ও কেটে খাওয়া মানুষের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠা ও সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান জুমেন একক অর্থায়নে তিন পূর্বে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছেন। আলোচনা পর্ব শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল হান্নান তারেক।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ