বুধবার, ২৮ জুন ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

চোরাই গরুর খামারের সন্ধান গাজীপুরে

সারাদেশ ডেস্ক।গাজীপুর মহানগরে একটি চোরাই গরু-ছাগলের খামারের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে সেখানে ২০টি গরু ও অর্ধশতাধিক ভেড়া-ছাগল পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার এসআই শফিকুল ইসলাম ও গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন।

শনিবার (২ এপ্রিল) রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা পুলিশের অভিযানের সময় চোরাই পশুর খামারি সাবদুল মণ্ডল পালিয়ে গেছে। তবে জিএমপি গাছা থানা পুলিশ খামারটি পাহারা দিচ্ছে। সেখান থেকে ত্রিশাল থানা পুলিশ ৩টি গরু ও জিএমপি সদর থানা পুলিশ অপর এক মামলায় আরও ৩টি গরু শনাক্ত করে নিয়ে গেছে।

এদিকে, স্থানীয়রা জানান, সাবদুল মণ্ডলের বাড়িটি আবাসিক হিসেবে ভাড়া দেয়া হতো। সম্প্রতি বাড়িটি খালি করে দিয়ে প্রতিটি রুমে গরু, ছাগল ও ভেড়া এনে রাখা হচ্ছিল। পশুগুলো কোথায় থেকে আনা হচ্ছিল তা স্থানীয়দের জানা ছিল না। পুলিশের অভিযানের পর তারা জানতে পারেন, বিভিন্ন এলাকা থেকে চুরি করে এসব পশু ওই বাড়িতে এনে রাখা হচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার এসআই শফিকুল ইসলাম জানান, ত্রিশাল থানায় গরু চুরির এক মামলায় গত শুক্র ও শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন গরু চোরকে গ্রেফতার করা হয়। চোরদের স্বীকারোক্তি অনুযায়ী গাছা থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাতে গাজীপুর মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর পলাগাছ এলাকায় সাবদুল মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভেতর ২০টি গরু ও অর্ধশতাধিক বেড়া ও ছাগল পাওয়া যায়।

অন্যদিকে, গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, চোরাই গরুর খামারের সন্ধানের খবর পেয়ে বিভিন্ন থানা থেকে গাছা থানায় যোগাযোগ করা হচ্ছে। শনিবার রাতেই জিএমপি সদর থানা পুলিশ গরু চুরির এক মামলায় আরও ৩টি গরু শনাক্ত করে নিয়ে গেছে। ১৪টি গরু গাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে ভেড়া ও ছাগলগুলো চোরাই কিনা তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।



ফেসবুক
ব্রেকিং নিউজ