জমিজমার যের ধরে অন্তঃসত্ত্বার উপর হামলা বরিশালের মতাসারে ৩নং ওয়ার্ড মিস্ত্রি বাড়িতে ঘটনাটি ঘটে তথ্যসূত্র জানা যায় ২/৪/২০২২তারিখে মোস্তফা হাওলাদারের ছেলে স্বপন হাওলাদারে তার চাচাতো ভাইয়ের সাথে জমি জমার বিরোধ নিয়ে হাতাহাতি হয় এবং সোহাগ নামের একজন কোড রিপোর্টারের মোটরসাইকেল ও হামলা করা হয় তারই ধারাবাহিকতায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী স্বূপন হালদার একই বাড়ীর হেলাল উদ্দিনের ছেলে লিটন উপর অজ্ঞাত কিছু সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার সন্ত্রাসী স্বপন হত্যার উদ্দেশ্যে হামলা চালায় লিটনের ডাক চিৎকারে অন্তঃসত্ত্বা স্ত্রী মৌ বেরিয়ে এলে স্বপন বাহিনী তার উপরেও এলোপাতাড়ি হামলা চালিয়ে আহত করে স্থানীয়দের সহায়তায় লিটন ও লিটনের স্ত্রীকে শেরেবাংলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় জানা যায় এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।