জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ৩
মাদারীপুর প্রতনিধি: মাদারীপুরের ছিলারচর ইউপির লহ্মিপুর গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মো: নুরুল হক হাওলাদার (৩১) ঝুমুর আক্তার,লিপি আক্তার। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নুরুল হক হাওলাদার জানান, আবু বকর হাওলাদারের সাথে জমি নিয়ে আমার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই সুবাদে আমার ও আমার পরিবারের লোকজনদের খুন জখম করার সুজোগ খুজে আসছিলো।
শনিবার (২২ জুলাই) দুপুরে আবু বকর হাওলাদারসহ ৪ জন এবং অঙ্গাতনামা আরো ৩/৪ জন মিলে দেশীয় অস্ত্র রামদা,ছেনদা,লোহার রড,বাশের লাঠি ইত্যাদি নিয়ে বেআইনি জনতাবদ্ধে আমার বাড়িতে প্রবেশ করে আমাকে এলোপাথারি পিটাইয়া গুরুতর হার ভাঙ্গা জখম করে। আমাকে রহ্মার্থে আমার বড় ভাবি ঝুমুর আক্তার ও ছোট বোন লিপি আক্তার আগাইয়া আসলে আবু বকর হাওলাদার ও তার সঙ্গীরা তাদেরকেও আঘাত করে গুরুতর আহত করে এবং দুজনের গলা থেকে মোট ১ ভরি ১২ আনা ওজনের দুটি সর্ণের চেইন নিয়া যায় যাহার বর্তমান মূল্য ১ লহ্ম ৬৫ হাজার টাকা।
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত ঝুমুর আক্তার বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের উপর হামলা হয়েছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোযার হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন আহত নুরুল হক হাওলাদার। তদন্ত করে এ ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে।