জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতের অভিযোগ উঠেছে


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৬:১০ অপরাহ্ন /
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতের অভিযোগ উঠেছে

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে খৈয়ারভাঙ্গা এলাকায় ৬২নং পশ্চিম খৈয়ারভাঙ্গা মৌজার, বিআরএস ১১৪নং খতিয়ানের, বি আর এস ২৬,১৬৬ নং দাগের ৩৬ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষ বাদশা চৌকিদার (৭৩), বজলু চৌকিদার (৫৩), মজনু চৌকিদার (৪৮), মকবুল চৌকিদার (৩৫),আজিজুল হক চৌকিদার (৩০),সঙ্গে ঝামেলা চলছে।
খৈয়ারভাঙ্গা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ইসলাম চৌকিদার (৫৫) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৩০ আগষ্ট ) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ বাদশা চৌকিদার (৭৩), বজলু চৌকিদার (৫৩), মজনু চৌকিদার (৪৮), মকবুল চৌকিদার (৩৫),আজিজুল হক চৌকিদার (৩০), বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা গেছে, বাদশা চৌকিদার (৭৩),বজলু চৌকিদার (৫৩), মজনু চৌকিদার (৪৮), মকবুল চৌকিদার (৩৫), আজিজুল হক চৌকিদার (৩০), সাং সর্ব পশ্চিম খৈয়ারভাঙ্গা, থানা- জেলাঃ মাদারীপুর সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ ভূমি দস্যু, খারাপ, এবং উশৃংখল প্রকৃতির লোক। নিম্নের তফসিলে বর্ণিত জমি আমি এবং আমার শরিকগন আমাদের পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া বিভিন্ন ফসল আবাদ করিয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদীরা আমাদের জমি তাহাদের বলিয়া দাবি করিয়া আসিতেছে । বিবাদীদের সহিত আমাদের জায়গা জমি নিয়া দীর্ঘদিন ধরিয়া বিরোধ ও পূর্ব শত্রুতা চলিয়া আসিতেছে। গত ৩০/০৮/২২ তারিখ সকাল আনুমানিক ০৮.১০ ঘটিকার সময় বিবাদীরা তাহাদের হাতে থাকা লাঠিশোটা সহ তাহাদের ভাড়া করা লোকজন নিয়া আমাদের উক্ত জমিতে প্রবেশ করিয়া জোর পূর্বক ধান রোপন করিতে থাকে। আমরা সংবাদ পাইয়া জমিতে যাইয়া বিবাদীদেরকে ধান রোপন করিতে নিষেধ করিলে তাহাদের সহিত কথা কাটাকাটির এক পর্যায় তাহারা আমাকে, ইসলাম চৌকিদার (৫৫) কে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমরা বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে তাহারা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া আমাদেরকে মারপিট করিতে উদ্যত হয় এবং রামদা, ছেন দা দিয়া আমাদেরকে কোপানোর জন্য ধাওয়া করে। আমরা চিৎকার করলে খালেক মাতুব্বর, চুন্নু মৃধা,সান্টু চৌকিদারগন সহ আরো অনেকে আগাইয়া আসিলে বিবাদীরা আমাদেরকে সুযোগমত ফাকা পাইলে খুন জখম করিবে মর্মে হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করিয়া চলিয়া যায়। বিষয়টি বর্তমানে স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে।

 

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ