জাল টাকা ও মাদক ব্যবসায়ী নুরু খাঁর গ্রেপ্তারে মহাখুশী এলাকাবাসী। ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ। কারণ এলাকার মানুষ তার যন্ত্রনায় অতিষ্ঠ ছিল। এলাকায় মাদক ও জাল টাকার ব্যবসা করার কারনে যুবকরা বিপথগামী হয়ে গিয়েছিল। বেড়ে গিয়েছিল নানা ধরনের অপরাধ। গত ৫ এপ্রিল বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় অভিযান চালিয়ে নুরু খাঁকে (৫০) গ্রেপ্তার করে র্যাব-৮। আটককৃতকে মঙ্গলবার (০৬ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত নুরু খাঁ বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী ইউনিয়নের সঠিখোলা গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে। র্যাব কার্যালয় সূত্র জানায়, নুরু খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। সাহেবের হাট বাজার এলাকায় মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী করা হয়। এ সময় নুরু খাঁর দেহ তল্লাশী করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে নুরু খাঁ জানিয়েছে সে বরিশালের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করে থাকে।
নুরু দীর্ঘ বছর ধরে জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। ২০২০ সালে তাকে জাল টাকা এবং ভুয়া স্ট্যাম্পসহ মানিকগঞ্জ থেকে আটক করে র্যাব-৩ এর সদস্যরা। ওই মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হয়ে আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করে নুরু খাঁ। র্যাবের হাতে নুরু খাঁ গ্রেপ্তার হয়েছে এমন খবরে সঠিখোলা গ্রামে মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।