অনলাইন ডেস্ক। মাহমুদুল হাসান জয়ের ম্যারাথন ইনিংসের পরও ২৯৮ রানে থামল বাংলাদেশ। অন্য প্রান্তে ১১ নম্বর ব্যাটসম্যান ইবাদত হোসেন চৌধুরি তাই দ্রুত কিছু রানের চেষ্টায় ছিলেন জয়। কিন্তু স্লিপের ফিল্ডারকে পার করতে পারেননি তিনি। ক্যাচ জমান সাইমন হার্মার।
দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ২৯৮ রানে থামল বাংলাদেশ। সবশেষ দুই জুটিতে যে রান এসেছিল, সেই ৬৭ রানই স্বাগতিকদের লিড।
৪৪২ মিনিট স্থায়ী ইনিংসে ১৫ চার ও দুই ছক্কায় ১৩৭ রান করেন জয়। আগের দিনের চার উইকেটের সঙ্গে আর কিছুই যোগ করতে পারেননি হার্মার। এদিনের সেরা বোলার উইলিয়ামস, জয় তার তৃতীয় শিকার।
দলের ব্যাটারদের ব্যর্থতার মধ্যে দলকে একাই টেনেছেন জয়। অন্যদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ৩৯, লিটন দাস ৪১, ইয়াসির আলী ২২ ও মেহেদী হাসান মিরাজ ২৯ ছাড়া তেমন কিছুই কেউ করতে পারেননি।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৩৬৭ রান। টাইগারদের চেয়ে তারা এখনো এগিয়ে ৭১ রানে।