শনিবার, ২৬ অগাস্ট ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন

ঝালকাঠি র বিনই কাঠিতে অসহায় সেকেন্দার আলীর পরিবার

এইস,এম,সোহেল

ঝালকাঠির নবগ্রামে গত ১৬-৭- ২০২৩ তারিখ দুপুর দুইটায় সেকেন্দার আলী বাজার করার উদ্দেশ্যে রাস্তা পারাপার করতে গেলে। ওই সময় অপরপ্রান্ত থেকে দুলাল মৃধা নামের এক অটো চালক সেকেন্দার আলীকে অটো চাপা দেয়। ওই সময় স্থানীয় লোকজন সেকেন্দার আলীকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হলে সেকেন্দার আলীকে ঢাকা পঙ্গু হাসপাতালের রেফার করে। এই সময় সেকেন্দার আলীর পরিবারের লোকজন মানুষের কাছ থেকে ধার কর্জ করে চিকিৎসা চালায়। অটো চালক দুলাল মৃধা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তী সময় কোন খোজ খবর নেয়নি বলে জানা গেছে। আহত সেকেন্দার আলীর পরিবার ধার কর্জ করে চিকিৎসা সেবা চালালেও এখন অসহায় হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আরিফ খান এর কাছে একটি লিখিত অভিযোগ দিলে তিনি ঢাকা অবস্থান করার কারণে কোন বিচার পাইনি বলে জানিয়েছে আহত সেকেন্দার আলী পরিবার।



ফেসবুক
ব্রেকিং নিউজ