শরীফ শাওন ডাসার মাদারীপুর থেকে। মাদারীপুরের ডাসারে চাঁদের আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বাৎসরিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ) বেলা ৪টার দিকে ডাসার চাঁদের আলো কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড কার্যালয়ের সামনে এ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিশুদের মাঝে ১৫’শ ৬১টি মশারী বিতরণ করা হয়েছে।
এ সময় অঞ্জনা বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আঃ মন্নান লোটাস।
আরো উপস্থিত ছিলেন, চাদেঁর আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ম্যানেজার সৈয়দ আজিম উদ্দিন, একাউন্স অফিসার জুলহাস সরদার ও সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ আরো অনেকেই।