শরীফ শাওন ডাসার, মাদারীপর থেকে।
আজ (রবিবার) সকাল ১০টার সময় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বিভিন্ন রোগে আক্রান্ত রোগিদের সরকারি অনুদানের ৭টি চেক বিতরণ করা হয়। প্রত্যেক জনকে এককালীন পঞ্চাশ হাজার ঢাকার একটি করে চেক প্রদান করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসোবা অফিসার অতিরিক্ত দায়িত্ব (ডাসার উপজেলা) মশিউর রহমান এসময় আরো উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাকিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শরীফ, ইউনিয়ন সমাজকর্মি ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা চেক বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যে সব রোগিদের চেক বিতরণ করা হয়, জাফর ফরাজী (স্ট্রোকে প্যারালাইজড), সঞ্জয় সরকার (লিভার সিরোসিস), মোসাঃ রিনা বেগম (কিডনী), মোঃ হাবিবুর রহমান খান (ক্যান্সার) সংকর হালদার (স্ট্রোক প্যারালাইজড), সিমা কোন (ক্যান্সার), রিক্তা রানী কর (ক্যান্সার) এসময় সারমীন ইয়াছমীন বলেন বর্তমানে খাদ্যে যে পরিমান ভেজাল দেওয়া হচ্ছে তাতেকরে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যা”েছ তার মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস সহ বিভিন্ন কঠিন, ও যটিল রোগে আক্রান্ত হয়েছে তার মধ্যে সরকারের এই আয়োজন কিছু হলেও মানুষের উপকার হাবে বলে আমি বিশ্বাস করি।