নিজস্ব প্রতিকবেদক
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ, শুভাকাংখী এবং অনুরাগীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। জাকের পার্টি চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, স্বাধীনতা পরবর্তীতে জনগনের সুলভ স্বাস্থ্য সেবার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, বাংলাদেশে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন, তার ফলশ্রুতিতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ওষুধ রফতানি, জাতীয় নানা ইস্যুতে তার সাহসী ভূমিকা ও অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন।