তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পাঁয়তারা করছে।


admin প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ৯:২৯ অপরাহ্ন /
তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পাঁয়তারা করছে।

বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করার কারণে জনগণের ধিক্কারে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মির্জা ফখরুল কখন কী বলছেন এর ঠিক নাই। গয়েশ্বর বাবু সবার কথা রাতে বলছেন। তারা এখন নানা ধরনের আবোল-তাবোল বলছেন।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, পদ্মাসেতু নির্মাণ কাজে বাধা দিতে অনেক ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নিকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে বিভিন্নভাবে চেষ্টা করেছে তারা।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ১৩, ১৪ ও ১৫ সালে দেশে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা করেছে। তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পাঁয়তারা করছে। এটি যাতে করতে না পারে আমাদের দলের নেতাকর্মীদের আমরা সতর্ক করেছি।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ