মিঠুন পাল, পটুয়াখালী
সরকারের ঘোষিত মেঘনা সহ তেতুলিয়ার নদ -নদীতে ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ রক্ষা আইনে, পটুয়াখালীর গলচিপায় গতকাল শনিবার রাতে তেতুলিয়া নদী থেকে একটি জেলে নৌকা, জাল সহ তিন জেলেকে উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর, নৌপুলিশ অভিযান চালিয়ে চরকাজল ইউনিয়নের সোহেল খান(৩৫), শাহীন চৌকিদার (২৫) ও শহিদুল(৪৫)কে আটক করে। ভ্রাম্যমান আদালতে ৫০০০ টাকা করে তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেয়। এছাড়া ৩৫০ মিটার সুতোর জাল প্রকাশ্য নিলাম ডাকে বিক্রি করে কোষাগারে জমা প্রদান করা হয় বলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান। মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ ধারা মোতাবেক শাস্তি প্রদান করে। অভিযান পরিচালনার সময় ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, জেলা সহকারী মৎস্য অফিসার মোঃ সামিউর রহমান সহ পুলিশ ও মৎস্য অফিসের প্রতিনিধিরা