মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী।দীর্ঘ পাঁচ বছর পর পটুয়াখালীর দশমিনা উপজেলার বিচ্ছন্ন দ্বীপাঞ্চলের ৭নং চরবোরহান ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন।
১৫’জুন চরবোরহান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত হাটবাজারের চা’য়ের দোকান গুলোতে নির্বাচনী আমেজ বাতাশ বৈছে। জনগন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের কাঙ্খিত প্রার্থীদের বেচেঁ অবহেলিত দ্বীপাঞ্চল মানুষের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান।
জানা যায়, ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ১’শ ১৯ জন। তার মধ্যে ৪০ ভাগ নারী ও ৬০ ভাগ পুরুষ ভোটার রয়েছে।
বিগত পাঁচ বছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এল. জি. ই ডি)’র বাস্তবায়নে ১০’টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাচাঁ সড়ক থেকে পাকাঁ কার্পেটিং প্রায় ৩.৫ কিলো মিটার, হেরিংবন ২.০ কিলোমিটার করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাদশ সংসদীয় নির্বাচনী ইস্তেহার অনুযায়ী দেশে শত ভাগ বিদ্যুৎ নিশ্চায়তায় প্রায় ১৪’ শত পরিবারের মাঝেঁ বিদ্যুৎ সেবায় উন্নতির চিত্র’ও দেখা যায়। কিন্তু ছোট্ট এই ইউনিয়নে বেড়ীবাঁধ না থাকায়, বন্যা আর বর্ষা মৌসুমের জোয়ারের পানির কারনে প্রতিনিয়োত’ই আতংকের মাঝেঁ দিন কাটাচ্ছেন স্থানীয় ভোটাররা। তাদের দাবী বর্তমান সরকারে যে ভাবে অন্ধকারে আলো ঘুচিয়ে নতুন জীবন উপহার দিয়েছেন, তেমনি করে উপকূলীয় বাসিদের জীবন মাল বাচাঁতে যেন বেড়ীবাঁধ দিয়ে একটি সুরক্ষিত জীবন উপহার দেন।
এদিকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে স্থানীয় জনসাধারণ ও ভোটারদের সাথে, কথা বলে জানা গেছে, ১৫’ই জুন ২০২২ইং এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাশীল দলীয় প্রভাব রয়েছে। তাই সাধারণ ভোটাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনের সহযোগীতায় নির্বিঘ্নে পর্দার আড়ালে তাদের মৌলিক ভোটাধিকার প্রয়োগ করতে অবাদ ও সুষ্ঠ নির্বাচন চান।
উল্লেখ্য ৭নং চরবোরহান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থিতা করছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কা প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ নজির আহমেদ সরদার এবং সতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা নিয়ে দশমিনা উপজেলা আওয়ামীলীগের থানা কমিটির সেচ্ছা-সেবীলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন জমাদ্দার (তমাল) ও বাংলাদেশ ইসলামী শাসন আনন্দলোন হাত পাখা নিয়ে মোঃ সাইদুল মুন্সী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদন্দীতা করছেন।
এছাড়া তথ্য সূত্রে এ নির্বাচনে সাধারণ ইউপি সদস্য ২৪ ও সংরক্ষিত মহিলা সাধারণ ইউপি সদস্য ১১ মোট ৩৮ জন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এবিষয়ে দশমিনা উপজেলা কমিশনার মোঃ জিয়াউর রহমান মুঠোফোনে জানানা, নির্বাচনে কোন রকম অনিয়ম বিশৃঙ্খলা সহ্যকরা হবেনা, তবে কেউ যদি লিখিত ভাবে অভিযোগ করেন তা আমলে নিয়ে আইননুসারে ব্যাবস্থা গ্রহন করা হবে।
##