শেরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে দলবেঁধে ধর্ষণের অভিযোগে এক কলেজশিক্ষক ও বাসার মালিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার জোবায়ের হোসাইন নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লুৎফর রহমান শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, ওই কলেজছাত্রীকে প্রভাষক জোবায়ের হোসেন ফোন করে শেরপুর শহরের তার ভাড়া বাসায় ডেকে নিয়ে এসে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ভয় দেখিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে রাতে বাসায় গিয়ে পরিবারের সহযোগিতায় ওই ছাত্রী ৯৯৯ এ ফোন করলে রাতেই কলেজশিক্ষককে গ্রেফতার করে নকলা থানা পুলিশ। ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে শেরপুর থেকে বাসার মালিককেও গ্রেফতার করে সদর থানা পুলিশ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা-নিরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য প্রধান আসামি জুবায়েরকে শেরপুর চিফ জুডিশিয়াল মেজিস্টেট কোর্টে পাঠানো হয়েছে। মামলার আরেক পলাতক আসামি আবু রাহাতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।