ডেস্ক রিপোর্টঃ
পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও যুবদলের চার নেতাকে জেল-হাজতে প্রেরন করেছেন আদালত। সোমবার (২৮ নভেম্বর) পিরোজপুর জেলা জজ মো. মুহিদ উজ্জামানের আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. মাজেদুল কবির রাসেল ও বিএনপি নেতা মো. রিপন ডাকুয়া।
এর আগে ওই দিন উপজেলা বিএনপির ১২ নেতা-কর্মী আদালতে জামিন আবেদন করেন। এদের ৮ জনকে জামিন প্রদান করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সব নেতাদের আদালত হাজতে নেয়ার কালে যুবদল নেতা মাজেদুল কবির রাসেল আদালত বারান্দায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে স্লোগান দেন। এ সময় আদালতে থাকা নেতা-কর্মীরা তার সাথে মিছিল করেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে উপজেলা বিএনপির উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় দলের ৬০ নেতা-কর্মী আহতসহ বিএনপির দলীয় কার্যালয় ও আ.লীগের ব্যানার ফেস্টুন ভাংচুর করা হয়। এ ঘটনায় উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান ফকির বাদী হয়ে বিএনপির শতাধীক নামীয় ও দুই শতাধীক নেতা-কর্মীকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়।