নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টনকে উৎসাহিতকরণ বিষয়ক কর্মশালা


admin প্রকাশের সময় : জুন ১৮, ২০২২, ৮:২৩ অপরাহ্ন /
নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টনকে উৎসাহিতকরণ বিষয়ক কর্মশালা

॥ অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যাক্রমে নারীপুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টনকে উৎসাহিতকরণ বিষয়ক কর্মশালা শনিবার দুপুরে নগরীর কালিবাড়ি রোডস্থ বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতানা সাঈদা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা নাজনীন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সমাজসেবা অধিদফতর বিভাগীয় পরিচালক স্বপন কুমার মুখার্জি, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে এক আলোচনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যাক্রমে নারীপুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টনকে উৎসাহিতকরণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ