মঙ্গলবার, ২৭ জুন ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

নেছারাবাদে সান-ই-জাহান জুয়েনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

নেছারাবাদে সান-ই-জাহান জুয়েনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

এস, এম সরোয়ার, স্বরূপকাঠি থেকে।স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির প্রাক্তন ছাত্রী ও সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সান-ই-জাহান জুয়েনা(১৭) এর পরিকল্পিত হত্যায় জড়িত সকল অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯ নভেম্বর- ২০২২ ইং তারিখ বিকেল ৪.৩০ মিনিটের সময় স্বরূপকাঠি প্রেসক্লাবের সামনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সান-ই-জাহান জুয়েনা এর মা স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষিকা শিরিন বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে অত্যন্ত মেধাবী ছাত্রী সে কখনো আত্মহত্যা করতে পারেনা। তিনি আরো বলেন, হত্যা মামলার প্রধান আসামি সোহাগদল ইউনিয়নের মাসুম বিল্লাহর ছেলে তাওসীফ আনাম রোহান পরিকল্পিত ভাবে হত্যা করে আমার মেয়েকে। বহু দিন ধরে আমার মেয়েকে স্কুল জীবন হইতে সুপরিকল্পিত ভাবে ডিস্টার্ব করতো। এবং কারণে অকারণে ইভটিজিংয়ের স্বীকার হয় একাধিকবার। আমার মেয়েকে হত্যার হুমকি প্রদান করে রোহান ও তার বন্ধু মহল একটা ফ্যাক আইডি দিয়ে পরিকল্পিতভাবে হত্যার নাটক করে আমার মেয়েকে নিয়ে। আমি ন্যায় বিচার চাই। মানববন্ধনে উপস্থিত ভাবে বক্তব্য রাখেন, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যাপক মোঃ জুলফিকার আলী স্যার সহ প্রাইমারী স্কুলের শিক্ষক মোঃ নুরুজ্জামান, বাবু অশোক কুমার দাস সহ বহু অভিভাবক বৃন্দ।

সান-ই-জাহান জুয়েনা গত ২৩ মে- ২০২২ ইং তারিখে বরিশাল বিএম কলেজ সংলগ্ন মসজিদের অপজিটে আইনুন ভিলায় চতুর্থ তালার ৪০৪ নং কক্ষে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। জুয়েনা স্বরূপকাঠি একাডেমির শিক্ষিকা মোসা. শিরিন আক্তারের মেয়ে।



ফেসবুক
ব্রেকিং নিউজ