মিঠুন পাল, পটুয়াখালী প্রতিনিধি।শনিবার দুপুরে পটয়াখালীর শহরের চরপাড়ার নদীর পাড়ে আকস্মিক টর্নেডোতে ১ শাহিন নামের এক জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে ২ জন। এছাড়া বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে স্বনির্ভর সড়কে ১ মিনিটের ঐ শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বাড়ীঘরের টিনের চাল কয়েক’শ ফুট উপরে উড়িয়ে নিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ঘাড়ে টিন পরে নদীর পাড়ে গোসলরত মাছ ব্যবসায়ী শাহীন নিহত হয়। এছাড়াও বিভিন্ন অস্থায়ী দোকান ঘর ভেঙ্গে তচনচ করে টর্নেডো।
নিএসময় ঘর চাপা পড়ে এক কিশোরী ফুটবলার ও টিনের চাল পড়ে এক রিক্সাচালক আহত হয়। ঘটনার পরপরই রেড ক্রিসেন্ট ও পুলিশ সদস্যরা উদ্ধার তড়পড়তা শুরু করে।
##