মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী) পটুয়াখালীর গলাচিপার আড়ৎদার ও ঠিকাদার এবং বিশিষ্ট ব্যাবসায়ী শিবু লাল দাস (৫৪) নামের এক ঠিকাদারকে অপহরণের পরে বিশ কোটি টাকার মুক্তিপণের অভিযোগ পাওয়া গেছে।
শিবু লাল দাসের চাচাতো ভাই দিপক কুমার দাস গণমাধ্যমকে জানান ১১ এপ্রিল সোমবার রাতে গলাচিপার হরিপদেবপুর থেকে প্যারাডো জিপ গাড়ি যোগে পটুয়াখালী নিজ বাড়িতে ফেরার পথে শিবু লাল দাস দাদা অপহরণ হয়। শুধু তাইনয় অপহরণকারীরা রাতে শিবুদার নিজের মোবাইল থেকে স্ত্রীর মোবাইলে কল দিয়ে বিশ কোটি টাকা মুক্তিপন দাবি করে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা প্রশাসনকে জানালে আমতলী পেট্রোল পাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার (ওসি অপারেশন) মে. রফিকুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষ বৃন্দরাও ঘটনা স্থল সহ তার বাসায় পরিদর্শন করেন। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার (ওসি অপারেশন) মে. রফিকুল ইসলাম স্থানীয় সংবাদ কর্মীদের জানান, বিষয় টি তদন্তাধীন রয়েছে। এখন’ই কিছু বলা যাচ্ছে না। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে রাত তিনটার দিকে শিবু লাল দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তা স্ত্রী’ র ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপন দাবি করা হয় বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সংবাদকর্মীদের জানান, সোমবার রাতেই শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি আমতলী থেকে উদ্ধার করা হয়েছে। মুক্তিপন দাবি করা একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। শিবু লাল দাসকে উদ্ধারে পুলিশে ছয়টি টিম কাজ করছে। শিবু লাল দাস পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা, তিনি পটুয়াখালী পৌর এলাকার পুরান বাজার আখরাবাড়ি এলাকার বাসিন্দা মৃত: মনোরঞ্জন দাস এর ছেলে এবং ঠিকাদারি, ব্রীজের টোল আদায়, খেয়াঘাট, ফেরিঘাট ইজারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ব্যবসার সাথে জড়িত।
##