মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী। পটুয়াখালীতে র্যাব-৮, সিপিসি-১ এর মাদক বিরোধী অভিযানে কোম্পানী অধিনায়ক লেঃ
কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজি এম এস, বিএন এর নের্তৃত্বে ১০ এপ্রিল রবিবার বেলা সারে বারোটার দিকে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের তালুকদার হাওলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২’শত ৩৫ পিচ ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করে র্যাব-৮।
গ্রেফতারকৃতরা হলো গ্রামর্দন গ্রামের -মোঃ জালাল আকনের ছেলে মোঃ মামুন ও মোঃ ছোরাব চৌকিদারের ছেলে সোহেল চৌকিদার। র্যাব সূত্রে জানা যায়, পেশায় একজন কৃষক এবং অন্যজন কাঠমিস্ত্রী হলেও মাদকই তাহাদের প্রকৃত ব্যবসা। এসময়ে তাদের কাছ থেকে ২৩৫ (দুইশত পঁয়ত্রিশ) পিস ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন এবং ০২ টি সীম উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত আলামত সহ রাতে গলাচিপা থানায় হস্তান্তর সহ র্যাব বাদী হয়ে প্রচিলত মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে র্যাব-৮।
#