বুধবার, ২৮ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

পাওনা টাকা চাওয়ায় আবু মাতুব্বর কে পিটিয়ে আহত করার অভিযোগ

মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ আহত

মাদারীপুর প্রতিনিধ
মাদারীপুর সদর উপজেলারা ঝাউদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শনিবার দুপুর ১২টার সময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু মাতুব্বর (৩৫) ও কুদ্দুস হাওলাদার (৪০) সাথে সংঘর্ষের ঘটনা ঘটে ।

তথ্যসূত্রে জানা যায় আবু মাতুব্বর ও কুদ্দুস মাতব্বর দীর্ঘদিন একসাথে পাওয়ার টিলারের ব্যবসা করে আসছেন সেই সুবাদেই আবু মাতুব্বর, কুদ্দুস মাতুব্বার কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা পায়বলে দাবী করে আর সেই পাওনা টাকা চাইতে গেলে তার উপরে চড়াও হয় কুদ্দুস ও তার ছেলে ফরহাদ হাওলাদার।সহ নাঈম কাজী ২৩ পিতা লিটন কাজী।হানিফ গাজী ৩৫ পিতা রব কাজী।ইয়াদুল কাজী ২৮ পিতা নজরুল কাজী।শফিকুল কাজী ২৯ মনু কাজী।সিরাজ মাতুব্বর ৩৮ আজিত মাতুব্বর।ওসিদ্দিক কাজী  মিলে আবু মাতুব্বরকে বেধড়ক পেটানোর অভিযোগ জানান। এতে আবু মাতুব্বর গুরুত্ব আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন পরে তার আত্মীয়-স্বজন তাকে মাদারীপুর সদর হসপিটালে ভর্তি করেন ।

ভুক্তভোগী আবু মাতুব্বর বলেন আমি পাওনা টাকা চাইতে গেলে আমাকে ওরা সবাই মিলেবেধড়ক পেটায়  আমাকে হাসপাতালে আনার সময় ওরা আমাগো বেরদেয় দিয়ে ধরে মেরেফেলার জন্য।পরে পুলিশ আমার গো উদ্ধার করে ।প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত কুদ্দুস হাওলাদারের স্ত্রী বলেন আমরা তাদের মারধর করিনাই চকে কি হয়েছে মারামারি আমি জানি। আবু মাতুব্বরের বউ ও তার মেয়ে আমার বাড়িতে আইয়া আমারে উল্টা মারধোর করছে ।

মাদারীপুরের সদর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী বলেন
এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক
ব্রেকিং নিউজ