নিজস্ব প্রতিবেদক
রেফেল ড্রোর নামে সাধারণ মানুষের সাথেঅভিনয়ের কায়দায় প্রতারণা এই প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে মেলার নামে লটারি জুয়া প্রবেশ টিকিট এছাড়াও থানার মধ্যে অটো ইজি বাইকে করে বিভিন্ন ভাবে টিকিট বিক্রি করে মানুষের সাথে চলছে প্রতারণা তাইতো পাবনা জেলা প্রশাসক মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি মেলার নামে এই জুয়ার বন্ধ করা হোক বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মেলা রেফেল ড্রো হাউজিং নামে চলছে প্রতারণা এছাড়াও আরো ভেড়া থানার ওসিকে দৃষ্টি আকর্ষণ করছি যে ভেড়া থানার রেফেল ড্রো জুয়াকে বন্ধ করুন এছাড়াও ভেড়া থানার নাম প্রকাশ শর্তে এলাকাবাসী জানায় দৈনিক অপরাধ সমাচার পত্রিকা কে রেফেল নামে যে প্রতারণা চলছে ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নেন বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক অপরাধ সমাচার পত্রিকায় মেলা বন্ধ না হলে মাঠ মালিকের ছবিসহ নিউজ করা হবে