রংপুর: রংপুরের পীরগঞ্জে ১৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৫৪) নামে এক মাদকবিক্রেতা গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার বড় দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার রহিম একই জেলার পীরগঞ্জ উপজেলার হাসারপাড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে গুর্জিপাড়া বাজার এলাকা থেকে মাদকবিক্রেতা আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে ১৫০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও রহিমের নামে পীরগঞ্জ থানায় দুইটি মাদক ও দুইটি অন্যান্য ধারায় মামলা রয়েছে।