বুধবার, ২৮ জুন ২০২৩, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

মাদারীপুরে ইজিবাইক ছিনতাই চক্রের তিনজন আটক।

মাদারীপুর প্রতিনিধি ঃ
মাদারীপুরের ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা পৌর কাউন্সিলর হারুন মল্লিকসহ তিনজনকে আটক পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা। ভুক্তভোগী ইজিবাইক চালক বিল্লাল খান বাদী হয়ে ডাসার থানায় একটি চুরি মামলা দায়ের করলে শনিবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন দুজনকে জেল হাজতে প্রেরণ করে। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে আগামীকাল রবিবার শিশু আদালতের প্রেরন করা হবে। পৌর কাউন্সিলর হারুন মল্লিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ইজিবাইক-সিএনজি চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাস স্টান্ড থেকে শুক্রবার দুপুরে বিল্লালের ইজিবাইক ভাড়া করে ইজিবাইক চোর চক্রের এক সদস্য। কিছুদূর এগিয়ে ইজিবাইক চালককে জুস খেতে দেয় চোর চক্রের এক সদস্য। জুস খেয়ে বিল্লাল কিছুটা অসুস্থতা বোধ করলে তাকে পাশের সিটে বসতে বলে ইজিবাইক ছিনতাইকারী ওই সদস্য। একজন ইজিবাইক চালিয়ে মস্তফাপুরের দিকে আসতে থাকে। তখন ইজিবাইকের সামনে ও পিছনে দুটি মটরসাইকেলে ৪-৫ জন লোক ছিল এই চক্রের।ডাসার থানার পান্তাপাড়া নামকস্থানে আসলে ভুক্তভোগী বিল্লাল বুঝতে পারে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। তখন সে চিৎকার দিলে স্থানীয় লোকজন ইজিবাইক ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো পটুয়াখালী উপজেলার বিলবিলাস গ্রামের চান্দু মল্লিকের ছেলে ও বাউফল পৌসভার ১ নং ্ওয়ার্ডের কাউন্সিলর হারুন মল্লিক(৪০), ঢাকা জেলার যাত্রাবাড়ি থানার শনির আখড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া(৩৮) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ গ্রামের ফোরকার বেপারীর ছেলে মনোয়ার বেপারীর(১৫)। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল ডাসার থানায় একটি মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে শনিবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রট আদালতে প্রেরণ করলে বিচারক মোহাম্মদ হোসেন দুজনকে জেল হাজতে প্রেরণ করে। মনোয়ার বেপারী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে আগামীকাল রবিবার শিশু আদালতে প্রেরন করা হবে বলে জানা যায়।
খোকন বেপারী নামে এক ভুক্তভোগী জানায়, এক মাসে আমার দুটি গাড়ি চুড়ি হয়েছে। যারা আটক হয়েছে ওদের রিমান্ডে নিলেই আরও কারা জাড়িত জানা যাবে। আমরা বাউফলে খবর নিয়ে দেখেছি। এক বছর আগে চট্রগ্রামে সিএনজি ছিনতাই কালে আটক হয় এই কাউন্সিলর। তার এই অপকর্মের কালো টাকায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। সে বরিশালের বিবিপুকুর পাড়,একটি ক্লিনিক,বরিশালের দ্বিতল ভবন,দুটি হাইয়েচ,দুটি বলগেট রয়েছে তার।হারুনের এই অঢেল সম্পত্তি যেন আলাউদ্দিনের চেরাগকেও হার মানিয়েছে।হারুন ও শাহ আলম, সিন্ডিকেট জালের মত ছড়িয়ে আছে সারাদেশে। এরা লঞ্চ,বাসে যাত্রীদের অচেতন করে সর্বস্ব লুট করে নেয়।সড়কে যাত্রী বেসে উঠে অসহায় অটো চালক,সিএনজি চালকদের অচেতন বা ছিনতাই করে,তাদের উপার্জনের অটো,সিএনজি লুট করে পালিয়ে যায়।পরে আবার ওই অটো,সিএনজির,মালিকদের সাথে যোগাযোগ করে,টাকা হাতিয়ে ফেরত দেয়। এতে চালকরা তাদের উপার্জনের সম্বল হারিয়ে পথে পথে ঘুরছে।হারুন বরিশালের ক্ষমতাসীন দলের এক নেতার নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করছে হর হামেসা। তবে ওই নেতাকে সে হোটেল শ্রমিক লীগের নেতা বলে পরিচয় দেয়। প্রতারক হারুন মল্লিক ওরফে চোরা হারুন।
মামলার বাদী বিল্লাল খান বলেন, আমার গাড়ী রিজার্ভ করে চোরচক্র। প্রথমে বুঝতে পারিনি। আমাকে জুস খেতে দেয় । আমি জুস খেয়ে অসুস্থ হতে থাকি। আমাকে বলে ওরা গাড়ি চালিয়ে নিয়ে আসছিল।পান্তাপাড়া এসে আমি বুঝতে পারি ওরা অজ্ঞান পার্টির লোক। তখন চিৎকার দিলে স্থানীয়রা চোরদের আটক করে। আমি মামলা করেছি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ইজিবাইক চোর চক্রের তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে থানায় মামলা করলে তাকে আমরা কোর্টে প্রেরণ করি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হব্।ে
মাদারীপুর



ফেসবুক
ব্রেকিং নিউজ