আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এতো উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের।
আজ মঙ্গলবার বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
৮ বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা মঞ্চে উপস্থিত হন।
এর আগে সকাল ৯টা থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশ স্থলে আসতে থাকে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. কামরুল আহসান মহারাজের উপস্থাপনায় ধর্ম গ্রন্থ পাঠের পর শোক প্রস্তাব উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগ বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নসা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের চলছিল।