“বন্যার্তদের মাঝে গৃহ মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান”


admin প্রকাশের সময় : জুলাই ২১, ২০২২, ১০:০৮ অপরাহ্ন /
“বন্যার্তদের মাঝে গৃহ মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান”

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর উদ্যোগে লালমনিরহাট জেলার লালমনিরহাট থানা, আদিতমারী থানা এবং হাতীবান্ধা থানার বন্য কবলিত পরিবার যাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছে এমন অসহায় ১০ টি পরিবারের মাঝে তাদের গৃহ মেরামতের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলসেডে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), লালমনিরহাট। সভাপতিত্ব করেন জনাব মারুফা জামাল (অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল), লালমনিরহাট। পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলা পুলিশ এর পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার বক্তব্যে বলেন তারা লালমনিরহাট জেলা কে নির্বাচন করেছেন এই সহায়তা দেয়ার জন্য। যারা অসহায় এমন ১০ জনকে বিট অফিসারদের মাধ্যমে বাছাই করে এখানে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর অফিসারদের সহায়তায় সাহায্য প্রদান করা হচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু আমরা চাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারি। যারা গরীব দুখী আছে তাদের পাশে দাঁড়াতে পারি। বক্তব্য প্রদান শেষে পুলিশ সুপার মহোদয় ১০ টি পারিবারের মাঝে নগদ অর্থ হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং নারী পুলিশ সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ