স্টাফ রিপোর্টারঃ-বরিশালে উন্মুক্ত জলাশয়ে মৎস্য অধিদপ্তর ও প্রশাসন এর যৌথ অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
গতকাল বিকালে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ীতে পয়সা নদীর সংযুক্ত খাল ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ করে উপজেলা চত্তরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়,উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্যনরা।