এইস, এম সোহেল
সরে জমিনে গিয়ে দেখা গেছে প্রায়ই অলিগলি ভাঙাচোরা। হাতে গোনা দুই একটি বড় সড়ক চলার মত হলেও চলার অবস্থায় নেই বরিশালের প্রায়ই রাস্তাঘাট। এরমধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে বরিশালের মুসলিম গোরস্থান রোড। ভাঙ্গা দিয়ে চলার সময় প্রায়ই দেখা যায় অটো উল্টে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এর মধ্যে আরো রয়েছে সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাগুলি। ড্রেনের কাজ অর্ধেক করে বাকি অর্ধেক ফেলে রাখায় সামান্য বৃষ্টি হলেই পানি নামার জায়গা না থাকায় বৃষ্টির জল জমে রাস্তায় চলাফেরা করা দুর্বিষহ হয়ে ওঠে। তাছাড়া সামান্য ২০ থেকে ২৫ মিনিট টানা বৃষ্টি হলেই ডুবে যায় বরিশাল নগরীর সবকটি রাস্তা। এ বিষয় নিয়ে জনগণ কয়েকবার আন্দোলন সহ প্রতিবাদ সভা করেছে নতুন মেয়রের কাছে বরিশাল বাসির একটাই আবেদন যেন তিনি চেয়ারে বসে আগে বরিশালের সড়ক গুলি মেরামতের ব্যবস্থা করে বরিশাল জনগণ এখন নতুন মেয়র জনাব খোকন সেরনিয়াবাদের মুখের দিকে তাকিয়ে আছে কবে তিনি চেয়ারে বসবেন এবং তার প্রতিশ্রুতি দেওয়া নতুন বরিশাল গড়ে তুলবেন।