রিপন রানা,বরিশাল<<>>বরিশাল মেট্রোপলিটন পুলিশের রুপাতলী নতুন পুলিশ লাইন্সে বিএমপি’র বিভিন্ন ইউনিটের কর্মরত ৩০ জন উপ-পুলিশ পরিদর্শক নিরস্ত্র’দের নিয়ে আজ (১৯ এপ্রিল) ৩ দিনব্যাপী ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস শুরু করেন। প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস শুরু করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।তিনি (সিডিএমএস) সংক্রান্তে প্রশিক্ষণে বলেন, Crime data management system. এতে বাংলাদেশ পুলিশের নিকট অপরাধ সর্ম্পকিত এবং অপরাধের তথ্য সংরক্ষণ থাকে। সমগ্র বাংলাদেশের সকল থানার মামলার নম্বর তারিখ. সময়, ঘটনারস্থলের নাম আসামির নাম., পিতার নাম এবং ফরওয়াডিং চালান যাবতীয় সর্ম্পকিত তথ্য সংরক্ষিত থাকে। (সিডিএমএস) একটি আধুনিক ডিজিটাল পদ্ধতি। বর্তমানে তথ্য ও প্রযুক্তির যুগে বাংলাদেশ পুলিশ দেশে সংঘটিত অপরাধ সংশ্লিষ্ট অপরাধী, সাজাপ্রাপ্ত ব্যক্তি,পলাতক আসামী, পেশাগত অপরাধী ও অপরাধের সহায়তাকারীদের সম্পর্কে তথ্য রেকর্ড করার জন্য এটি গ্রহনযোগ্য নতুন পদ্ধতি যার নাম (সিডিএমএস)এর পদ্ধতির মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তিকে সহযেই শনাক্ত করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স ঢাকায় এর মূল সাভার্র স্থাপন করা হয়েছে। দেশের প্রতিটি থানায় রুজুকৃত মামলার সকল তথ্য উক্ত সার্ভারে প্রেরণ করা হয়।মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্ত কালে অপরাধের তথ্য সংগ্রহ করতে পারে। ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে মামলা তদন্তের প্রতি গুরুত্ব দিয়ে জনসেবায় অগ্রনী ভূমিকা রাখার জন্য প্রশিক্ষনার্থীদের অনুপ্রাণিত করা হয়।