নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের বরিশাল জেলা ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয় গতকালকে ০৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার বিকাল ৪ টার সময় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর.জে রবিউল ইসলাম ফরাজী কে সভাপতি এবং মোঃ নাজমুল হক মুন্না কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। উক্ত কমিটিতে কার্যকরী সভাপতি মু. দিদার হোসেন , সিনিয়র সহ সভাপতি মোঃ জুবায়ের হোসেন (রাবু) , সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির তালুকদার নাম ঘোষণা করেন। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন বরিশাল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোঃ শামীম মীর ! সাংগঠনিক সম্পাদক মোঃ এম সাইফুল ইসলাম ও সহ- সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম , অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কাউসার হোসেন , প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম , দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র দাস , সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান , আইন বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাবু দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ কাউসার হোসেন রাড়ি ও সম্মানিত সদস্য নিপুণ ঘরামী। বরিশাল জেলা কমিটিতে যারা আছেন তারা বরিশাল জেলায় যতগুলো উপজেলা আছে তরুণ যুবকদের নিয়ে মানব সেবায় কাজ করবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্র কমিটির সংগ্রামী সভাপতি মোঃ আনোয়ার হোসেন। কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর বলেন, বরিশাল জেলা কমিটি করা হয়েছে আমি শুনে আনন্দিত,আমি বরিশাল জেলা কমিটি সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দুই বছরের জন্য বরিশাল জেলা কমিটি করা হয়েছে, সুন্দর সুশৃঙ্খলভাবে কর্মট সুশিক্ষিত মানুষ নিয়ে বরিশাল জেলার সকল উপজেলায় কমিটি গঠন করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়ে বরিশাল জেলার কমিটির সকল মানব সেবায় নিবেদিত প্রাণ সকল সদস্যের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান।